
মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনকে সরকারি ঘর দেওয়া হবে
বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সম্প্রতি ঝড়ে টিনের ঘর ভেঙে যায়। মোসলেম উদ্দিন এর কান্না জরিত কণ্ঠে বগুড়া অফিসে ফোন করে সহযোগিতা চান। তার এই বিপদের কথা শুনে সাথে সাথে শুভসংঘের সদস্যরা ছুটে যায় মোসলেম উদ্দিন এর ঝড়ে বিধ্বস্ত বাড়িতে। এক সাথে সহযোগিতা চেয়ে বগুড়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের কাছে জানানো হয় লিখিত আবেদন।
আজ বুধবার (৭ এপ্রিল ) দুপুরে ইউএনও নিজে পরির্দশনে আসেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের বাড়ি দেখতে। ক্ষতির পরিমান দেখে তার পরিবারকে সাধ্যমতো সরকারি ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, সে কারণে তাকে একটি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হবে। তিনি তার পছন্দমতো জায়গায় এই ঘর বরাদ্দ পাবেন।
এ সময় শুভসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য ঠাণ্ডা আজাদ, শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, আমজাদ হোসেন, আশফাক উর রহমান চন্দন, শরিফুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে বগুড়া শুভসংঘ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেয়। এক সাথে তাকে স্বাস্থ্য সম্মত বিভিন্ন মৌসুমি ফল সরবরাহ করা হয়।