
কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে লেভান্তের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে অ্যাথলেটিকো বিলবাও। এই জয়ে কোপা দেল রে’র ফাইনালে উঠেছে মার্সেলিনো গার্সিয়া তোরালের দল।
বৃহস্পতিবার (০৪ মার্চ) প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন লায়ন্সরা।
দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করল লায়ন্সরা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লেভান্তে। ১৭তম মিনিটের মাথায় গোল করেন রজার মার্তিই। ব্যবধান কমাতে খুব বেশি সময় নেয়নি বিলবাও। দলকে সমতায় ফেরান রাউল গার্সিয়া।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আর কোনও গোল নেই, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অবশেষে ১১২তম মিনিটে বিলবাওয়ের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যালেক্স রেমিরো। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্লাবটি।
আগামী ৪ এপ্রিল ফাইনালে তাদের প্রতিপক্ষ মেসির বার্সেলোনা।